ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

‘যুক্তরাজ্যে কাউকে আশ্রয় দেওয়ার বিধান নেই’

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২৪, ১৬:১৪
ছবি- সংগৃহীত

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ ইমিগ্রেশন আইনে কোনো ব্যক্তির আশ্রয় নিয়ে বা সাময়িক শরণার্থী হিসেবে সে দেশে ভ্রমণের কোনো বিধান নেই। ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইতে যুক্তরাজ্যে যেতে পারেন এমন খবরের প্রেক্ষিতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

গত মাসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যে ক্ষমতায় আসা লেবার পার্টির প্রধান স্যার কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার আরও জানিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে কোনো ব্যক্তি প্রথমে যে দেশে পৌঁছাবেন সে দেশেই আশ্রয় চাইতে পারেন।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্যে যাদের জন্য প্রযোজ্য হয় তাদের রক্ষা করার গর্বের রেকর্ড রয়েছে। যদিও, আইনে যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে বা সাময়িক শরণার্থী হিসেবে কাউকে থাকতে দেওয়ার কোনো বিধান নেই।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ