ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

হিরোশিমা দিবস আজ

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২৪, ১২:০৩

আজ হিরোশিমা দিবস। এই দিনে পরমাণু বোমায় কেঁপে উঠেছিল জাপানের হিরোশিমা শহর। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরণ করছে জাপানের বিভিন্ন স্তরের মানুষ।

১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। আজ সেই ভয়াল হিরোশিমা দিবসের ৭৯তম বার্ষিকী। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জাপান।

আনুমানিক ৩৯ শতাংশ জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যায় ওই বোমার আঘাতে। তখন হিরোশিমা শহরে বেশিরভাগই বেসামরিক ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা পরিচালিত ম্যানহাটন প্রকল্প দুটি পারমাণবিক বোমা তৈরি করেছিল যেখানে ‘দ্য লিটল বয়’ নামে প্রথমটি ৬ আগস্ট হিরোশিমা শহরে ফেলে দেওয়া হয়েছিল।

যে মুহূর্তে আমেরিকান ‘বি-২৯’ বোমারু বিমানটি হিরোশিমা শহরের ওপর ফেলেছিল, তখন শহরটিতে আনুমানিক ৯০ থেকে ১ লাখ ৪০ হাজারমানুষ তাত্ক্ষণিকভাবে নিহত হয়েছিল।

হিরোশিমায় বোমা নিক্ষেপের নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। বোমাটি প্রায় ৫০০ মিটার উঁচুতে বিস্ফোরিত হয়। এতে তাৎক্ষণিকভাবে প্রায় দেড় লাখ মানুষ নিহত হন। তখনো ঘুমের মধ্যেই ছিলেন বেশির ভাগ মানুষ। মাটির সঙ্গে মিশে যায় বেশির ভাগ স্থাপনা। ধ্বংসযজ্ঞে পরিণত হয় একটি নগরী। পার্শ্বপ্রতিক্রিয়ায় বছর শেষে আরও ৬০ হাজার মানুষের মৃত্যু হয়।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ