ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

ইয়েমেন উপকূলে ৪৫ শরণার্থী নিয়ে নৌকাডুবি

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২৪, ১০:১৮

লোহিত সাগরের ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৪৫ জন আরোহী ছিলেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার পর চারজনের খোঁজ পাওয়া গেলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে অন্তত ৪৫ অভিবাসী ও শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবির পর মাত্র চারজনকে জীবিত পাওয়া গেছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত বরাবর বয়ে চলা তাইজ প্রদেশের উপকূলের কাছে প্রবল বাতাস এবং ওভারলোডিংয়ের কারণে বুধবার রাতে নৌকাটি ডুবে যায়।

জাতিসংঘের এই সংস্থাটি এই ঘটনার আর কোনও বিবরণ দেয়নি। তবে তারা বলেছে, বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা করার জন্য অংশীদারদের সাথে কাজ করছে তারা। সংস্থাটি আরও বলেছে, নৌকাডুবির এই ঘটনাটি ইয়েমেন এবং আফ্রিকার মধ্যে বিপদজ্জনক যাত্রার বিষয়টি তুলে ধরেছে।

এর আগে গত মাসে, ইয়েমেনের দক্ষিণ উপকূলে এডেন উপসাগরে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে যাওয়ার পরে অন্তত ৫৬ সোমালি এবং ইথিওপিয়ান অভিবাসীর মৃত্যু এবং আরও ১৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন ৩১ জন নারী ও ছয় শিশু।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ