মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের পর বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্যান্ডার্স লিখেছেন, হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কারণ। তার চরমপন্থী সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে চলেছে।
তিনি আরও লেখেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী শাসক।
জানা গেছে, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানিয়াহু গাজা যুদ্ধের লক্ষ্য এবং সমৃদ্ধি, নিরাপত্তা ও শান্তির নিয়ে উপত্যকার ভবিষ্যৎ নিয়ে তিনি কথা বলেন। তবে তার এ বক্তৃতা স্যান্ডার্সসহ অন্যান্য ডেমোক্র্যাট সিনেটররা বর্জন করেন। এমনকি তারা নেতানিয়াহুর কংগ্রেসে আসারও বিরোধিতা করেন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ