ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইমরানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার

প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২৪, ১৮:২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৫ জুলাই) রাজধানী ইসলামাদে এক সংবাদ সম্মেলনে আতা তারার জানান, সংবিধানের ১৭ নম্বর ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কী কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে— সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরের ঘটনাপ্রবাহে যে ব্যাপারটি সরকার ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে যে এই দলটি দেশের অগ্রযাত্রাবিরোধী। দেশ যদি সামনে এগোতে চায়…তাহলে পিটিআইকে সঙ্গে নিয়ে তা সম্ভব নয়।

‘এ কারণেই সংবিধানের ১৭ নম্বর ধারা অনুযায়ী আমরা পিটিআইকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে যাচ্ছি। শিগগিরই সুপ্রিম কোর্টে এ ইস্যুতে প্রস্তাব পাঠানো হবে।’

সূত্র : ডন

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ