ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বন্যায় ভাসছে থাইল্যান্ড, ব্যাংককে সতর্কতা

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৫২

থাইল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানিতে তলিয়ে গেছে ৭০ হাজারের বেশি বাড়ি-ঘর। এতে প্রাণ গেছে অন্তত ছয়জনের বেশি মানুষের।

দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, মৌসুমি ঝড় ‘দিয়ানমুর’ ফলে ৩০টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় অঞ্চলগুলো।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই ব্যাংকক থেকে ৪০ মাইল দূরে নদীর বাঁধ রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা বালুর বস্তা ফেলা শুরু করেছেন। ব্যাংককসহ পুরাতন রাজধানী আয়ুথায়ার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এবং নিদর্শনগুলো রক্ষায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

ব্যাংককের মেট্রোপলিটন প্রশাসন জানিয়েছে, চাও ফ্রেয়া নদীর পানির লেভেল পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পানির পাম্পও প্রস্তুত রাখা হয়েছে।

ব্যাংককের গভর্নর অশ্বিন কোয়ানমুয়াং বলেন, পানির স্তর বাড়ার কোনো লক্ষণ থাকলে অথবা হঠাৎ বন্যার আশঙ্কা দেখা দিলে আমরা মানুষকে সতর্ক করবো।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ