ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

গাজা সিটি ফাঁকা করার নির্দেশ ইসরায়েলের

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২৪, ১০:২৩ | আপডেট: ১১ জুলাই ২০২৪, ১০:২৫

আবারও গাজা থেকে সব বেসামরিক ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। জাতিসংঘের ভবনে হামলা জোরদার করায় তাদের সরে যেতে বলা হয়।

বুধবার (১০ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়।

প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজের মাধ্যমে আকাশ থেকে লিফলেট ফেলে বলে দেওয়া হয়েছে সবাই যেন গাজা সিটি ছেড়ে যায়। তারা জায়গাটিকে ভয়াবহ যুদ্ধস্থল বলে বর্ণনা করেছে এবং নিরাপদ দুটি নির্দিষ্ট পথ ধরে সরে যেতে বলেছে। পথ দুটি চলে গেছে দেইর আল-বালাহ ও আল-জাওইদার আশ্রয়কেন্দ্রগুলোর দিকে।

গাজা সিটি ফাঁকা করার আদেশের ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়েছে।

দুই সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবার গাজা সিটির বিভিন্ন শহর থেকে বাসিন্দাদের যাওয়ার নির্দেশ দিয়েছে। বিভিন্ন শহরে ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে। তাদের বিশ্বাস, হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বছরের শুরু থেকে সেখানে সংগঠিত হচ্ছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা কাতারে আবার শুরু হতে চলেছে। এর মধ্যেই গাজা সিটিতে লড়াই চলছে। আলোচনায় মিসর, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাপ্রধানরা অংশ নেবেন।

গাজা সিটিতে আনুমানিক আড়াই লাখের বেশি লোকের বাস। অনেককে দক্ষিণ দিকে সরে যেতে দেখা গেছে। আবার অনেকে যেতে ইচ্ছুক নন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ