ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ০৮ জুলাই ২০২৪, ১৭:৩৭

অতি ভারী বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে অবৈধ সোনার খনিতে ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার (৮ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার সকালে গোরন্টালো প্রদেশের সুয়াওয়া জেলায় ভূমিধসের ঘটনাটি ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা রেসকিউ এজেন্সির (বাসারনাস) প্রধান হেরিয়ান্তো জানান, ভূমিধসে যাদের প্রাণহানি হয়েছে তারা অবৈধ খনিটির কর্মী ও এর আশপাশের বাসিন্দা।

তিনি বলেন, উদ্ধারকারী দল পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে। এ ছাড়া নিখোঁজ ১৮ জনের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

হেরিয়ান্তো আরও বলেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যেতে ১৬৪ জনকে মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে জাতীয় উদ্ধারকারী দলগুলোর পাশাপাশি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যও রয়েছেন।

তিনি বলেন, ভূমিধসের স্থানটিতে পৌঁছাতে উদ্ধারকর্মীদের প্রায় ২০ কিলোমিটার হাঁটতে হয়েছে। এ ছাড়া টানা বৃষ্টি ও ঘন কাদার জন্য উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ