রাজনীতিতে প্রবেশের মাত্র ১০ বছরের মাথায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে তাক লাগালেন কিয়ার স্টারমার। তিনি দেশটির ৫৮তম প্রধানমন্ত্রী। ৫১ বছর বয়সে তিনি ব্রিটেনের রাজনীতিতে প্রবেশ করেন। বর্তমানে তার বয়স ৬১ বছর। স্টারমার পেশায় ছিলেন একজন আইনজীবী।
শুক্রবার (৫ জুলাই) দেশটির জাতীয় নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয় পাওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
কিয়ার স্টারমার ২০১৪ সালের ডিসেম্বরে লেবার পার্টিতে যোগ দেন। পরে হলবর্ন এবং সেন্ট প্যানক্রাস আসনে মনোনয়ন পান। ২০১৫ সালের সাধারণ নির্বাচনে ১৭ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। একই আসন থেকে এবারও তিনি বিজয়ী হয়েছেন। আর তার দল লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাজ্যের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়। এতে কিয়ার স্টারমারের লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। বড় ব্যবধান গড়ে তুলেছে কনজারভেটিভ পার্টির সঙ্গে। এই দলটি পেয়েছে ১২১টি আসন।
কিয়ার স্টারমার মানবাধিকারবিষয়ক আইনে বিশেষজ্ঞ ছিলেন। এ শ্রমিক নেতা প্রায়ই নিজেকে ‘শ্রমিক শ্রেণি থেকে উঠে আসা’ বলে বর্ণনা করেন। তার বাবা ছিলেন কারখানা শ্রমিক এবং তার মা নার্স হিসেবে কাজ করতেন। তার মা বিরল স্টিলস ডিজিজের রোগী ছিলেন।
১৬ বছর বয়স পর্যন্ত তার পড়াশোনার খরচ দিত স্থানীয় সরকার। তিনি এমন একটি পরিবারে বড় হয়েছেন, যেখান থেকে প্রথম ব্যক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। লিডস এবং পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৮৭ সালে তিনি ব্যারিস্টার হন। মানবাধিকার আইনে বিশেষত্ব অর্জন করেন। মৃত্যুদণ্ড বন্ধ করতে তিনি বিভিন্ন দেশে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেন। ২০০৮ সালে তিনি পাবলিক প্রসিকিউশনের পরিচালক হিসেবে মনোনীত হন।
২০১৯ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের পর কিয়ার স্টারমার দলের শীর্ষপদের জন্য প্রার্থী হন। প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ২০২০ সালের এপ্রিলে ওই পদে বিজয়ী হন। এবারের নির্বাচনে বিজয়ের পেছনে তার প্রতিশ্রুত স্বাস্থ্যসেবা, অভিবাসন, আবাসন, ও শিক্ষা নীতি প্রভাব বিস্তার করেছে।
সূত্র: ব্রিটানিকা, বিবিসি
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ