ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়ালো

প্রকাশনার সময়: ০৫ জুলাই ২০২৪, ১০:২০

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৩৮ হাজার ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়া আরো ৮৭ হাজার ৪৪৫ জন আহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৫৮ জন নিহত হয়েছে। এছাড়া ১৭৯ জন আহত হয়েছে। এ দিকে, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিমতীর থেকে ৯ হাজার ৫২০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দক্ষিণ ইসরায়েলে ২০০ রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা। এর আগে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল।

অন্যদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় প্রতি ১০ জনের মধ্যে নয়জনই অন্তত একবারের জন্য বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের ওসিএইচএ সংস্থার প্রধান আন্দ্রেয়া ডি ডোমেনিকো বলেছেন, গাজায় প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, আমরা অনুমান করছি যে, গাজা উপত্যকায় প্রতি ১০ জনের মধ্যে নয়জনই অন্তত একবার অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এমনকি কারও কারও ক্ষেত্রে সেটা আরও বেশি বারও হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ