সামাজিক যোগযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে একটি ছবি। সেখানে লেখা, ‘বাথরুমে যাচ্ছি। আর কোনও লোক নেই। ধৈর্য ধরে দাঁড়ান। এসে টিকিট দিচ্ছি।’ ছবিটি দেখেই আন্দাজ করতে পারার কথা যে, এটি হয়তো কোনো বাস কিংবা রেলের টিকিট কাউন্টার, অথবা এমন কোনো স্থানের ছবি যেখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। হয়তো টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এটি টানিয়ে রেখেছেন।
ঠিক এমনটাই ঘটেছে একটি রেলের টিকিট কাউন্টারের। ভারতের শিয়ালদহ মেন শাখার চাকদহ টিকিট কাউন্টারে ঘটেছে এমন ঘটনা।
কিন্তু টিকিটের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। ফলে দানা বাধে অসন্তোষ, শুরু হয় যাত্রীবিক্ষোভ।
ওই রেলকর্মীর ‘অসহায়তা’ নিয়ে যাত্রীদের সহানুভূতি থাকলেও রেল দফতরের প্রতি ক্ষুব্ধ টিকিটের জন্য দাঁড়িয়ে থাকা কয়েকশ যাত্রী। রেল দফতরের শূন্যপদ নিয়ে আলোচনার মাঝেই রেলকর্মীর ওই আবেদনমূলক বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।পূর্ব রেল সূত্রে খবর, গত সোমবার দুপুরে শিয়ালদহ মেন শাখার চাকদহ টিকিট কাউন্টার কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়ে বাথরুমে যান রেলকর্মী। টিকিটের জন্য লাইনে দাঁড়ানো যাত্রীদের উদ্দেশে একটি বার্তা লিখে সাঁটিয়ে দিয়ে যান কাউন্টারের সামনে।
কিন্তু অপেক্ষারত যাত্রীদের প্রশ্ন, ‘কেন রেল দফতরে বিকল্প কর্মী নেই?’ এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। অনেকেই ওই পিচবোর্ডে লেখার ছবি তুলে ছড়িয়ে দেন।
যা ঘটেছে তা অনভিপ্রেত উল্লেখ করে পূর্ব রেলের কর্মী সংগঠন মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ বলেছেন, কর্মীরা এই জায়গায় অসহায়। নতুন নিয়োগ হচ্ছে না রেলে। কর্মী না থাকায় পরিচালনা হচ্ছে না ঠিকভাবে।
তার অভিযোগ, ‘রেল কর্মী নিয়োগে সম্পূর্ণ উদাসীন। তার ফলে এই সমস্যা তৈরি হয়েছে।’
সূত্র: আনন্দবাজারনয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ