ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

চীনের বিরুদ্ধে নৌকা আটকের অভিযোগ তাইওয়ানের

প্রকাশনার সময়: ০৩ জুলাই ২০২৪, ১৮:৪৭

তাইওয়ানের মাছ ধরার একটি জাহাজ আটক করেছেন চীনা কোস্ট গার্ডের কর্মকর্তারা। তারা জাহাজটিকে চীনের মূল ভূখণ্ডের একটি বন্দরে নিয়ে গেছেন। বেইজিংয়ের প্রতি তাইওয়ানের আহ্বান, জাহাজটির সঙ্গে যেন ছয় ক্রু-কেও মুক্তি দেওয়া হয়। ---খবর আল জাজিরা।

মঙ্গলবার (২ জুলাই) বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনার পর চীনের কোস্ট গার্ড তাইওয়ানের কিনমেন দ্বীপপুঞ্জের চারপাশে টহল বাড়ায়। এসব দুর্ঘটনায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করে।

তাইওয়ানের কোস্ট গার্ড বলছে, মাছ ধরার একটি নৌকা তাইপে নিয়ন্ত্রিত কিনমেন দ্বীপপুঞ্জের জলসীমায় স্কুইড ধরছিল। চীনের সামুদ্রিক প্রশাসনের দুটি নৌকা মাছ ধরার ওই নৌকা জব্দ করে।

কোস্ট গার্ড বলছে, মাছ না ধরতে চীনের নির্ধারণ করে দেওয়া মৌসুমে তাইওয়ানের নৌকাটি পরিচালিত হচ্ছিল। তাইওয়ান চীনের সঙ্গে যোগাযোগ করবে এবং দ্রুত জেলেদের মুক্তির আহ্বান জানাবে।

তাইওয়ানের কোস্ট গার্ড বলছে, মাছ ধরার নৌকাটি উদ্ধারের চেষ্টায় দুটি টহল নৌকা পাঠায় তারা। তৃতীয় একটি পাঠানো হয় সহায়তায়। তবে এর মধ্যে একটিকে আটকে দেয় চীনের কোস্ট গার্ডের জাহাজ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ