ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

সৌদিতে তেল-গ্যাসের নতুন সাতটি খনি আবিষ্কার

প্রকাশনার সময়: ০২ জুলাই ২০২৪, ২১:৩৭

সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকো দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, একটি তেলের মজুত, দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ও দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।

আবিষ্কৃত সাতটি তেল ও গ্যাসের মজুতের মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র ও একটি তেলের মজুত পাওয়া গেছে। অন্যদিকে রাব আল-খালি মরুভূমিতে পাওয়া গেছে দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ও দুটি গ্যাসের মজুত।

ভেনেজুয়েলার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত মজুত রয়েছে সৌদি আরবে। ২০২৮ সালের মধ্যে অপরিশোধিত উৎপাদন ক্ষমতা ১২.৩ মিলিয়ন বিপিডিতে উন্নীত করার পরিকল্পনা করছে সৌদি।

মধ্যপ্রাচ্যের অন্যান্য তেল-উৎপাদনকারী দেশগুলোর মতো, সৌদি ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির ফলে লাভবান হয়েছিল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ