গাজা উপত্যকার খান ইউনিসে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। ইসরায়েলি বাহিনী লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) খান ইউনিসের আশপাশের অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আটজনের প্রাণ গেছে। আহত হয়েছেন ৩ জনেরও বেশি।
ইসরায়েলি ট্যাংক কয়েক সপ্তাহ আগেই ওই এলাকা ছেড়ে যায়। এরপরই নতুন করে এ অঞ্চলে হামলা হচ্ছে। হামলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উপত্যকাটিতে বহু মানুষ কয়েকবার আশ্রয় হারিয়েছে। তবুও কোথাও তাদের নিরাপত্তা নেই।
ইসরায়েলি বাহিনী নতুন করে খান ইউনিস থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওই অঞ্চলে প্রায় আড়াই লাখ লোকের বাস।
মধ্য গাজার নুসেইরাত থেকে স্যাম আল জাজিরাকে জানান, এ আদেশের অর্থ হলো, হাজার হাজার মানুষের জন্য কষ্টের আরও একটি দিন, একটি সপ্তাহ।
অনেকে রাফাসহ উপত্যকার দক্ষিণ থেকে অনেকে অঞ্চলটিতে কয়েক সপ্তাহ আগে আশ্রয় নেন।
রোজ বলেন, তাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। এটি যন্ত্রণাদায়ক, ভয়ঙ্কর এবং অবিশ্বাস্যভাবে কঠিন।
মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় ৩৭ হাজার ৯২৫ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ৮৭ হাজার ১৪১ জন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ