ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

নেপালে ভূমিধসে শিশুসহ নিহত ৯

প্রকাশনার সময়: ২৯ জুন ২০২৪, ১৫:৪৩ | আপডেট: ২৯ জুন ২০২৪, ১৫:৫৫

নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে তিন শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই এক পরিবারের সদস্য। ভূমিধসের সময় তারা ঘুমিয়ে ছিলেন।

শনিবার (২৯ জুন) ডিজান ভাট্টরাই নামের এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চলতি বৃষ্টির মৌসুমে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় ঘটনাগুলো ঘটেছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসের কবলে পড়ে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন ওই পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন।

ভট্টরাই রয়টার্সকে বলেন, ‘পাঁচজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।’

সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। এখানে এক মা ও তার তিন বছর বয়সী এক শিশু নিহত হন।

আর গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় একটি বাড়িতে ভূমিধসে আরও দুজনের মৃত্যু হয়।

বর্ষা মৌসুমে পার্বত্য নেপালে বেশির ভাগ অঞ্চলেই ভূমিধস এবং আকস্মিক বন্যা একটি সাধারণ ঘটনা। এতে প্রতি বছরই দেশটিতে শত শত মানুষ মারা যান।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ