ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ জিলহজ ১৪৪৫

দেরি করে অফিসে ঢুকলেই কাটা যাবে ছুটি

প্রকাশনার সময়: ২৪ জুন ২০২৪, ১৪:৪৫

ভারতে সরকারি দপ্তরের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মানুযায়ী সকাল সোয়া ৯টার মধ্য অফিসে উপস্থিত না হলে ওই কর্মীর জন্য বরাদ্দকৃত ছুটি থেকে অর্ধদিবস ছুটি কেটে নেয়া হবে।

রোববার (২৩ জুন) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সরকারি চাকরিজীবীদের সময়মত অফিসে উপস্থিতির জন্য একটি পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছে, এখন থেকে অফিসে ঢুকতে সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ ১৫ মিনিট ছাড় পাবেন। সকাল সোয়া ৯টার মধ্য অফিসে উপস্থিত না হলে তাদের জন্য বরাদ্দ ক্যাজুয়াল লিভের মধ্যে থেকে অর্ধদিবস ছুটি কেটে নেওয়া হবে।

এ ছাড়াও, প্রতিদিন অফিসে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ কর্মচারীরা শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে তা ব্যবহারে অনীহা দেখা যায়। তাছাড়া, করোনা মহামারির পর থেকে সরকারি চাকরিজীবীদের অফিসে দেরিতে আসার প্রবণতাও বেশি লক্ষ্য করা গেছে। ফলে নতুন এ নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকারের ডিওপিটি বিভাগ।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ