ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবানকে সমর্থন দেব তুরস্ক, তবে রয়েছে শর্ত 

প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০১:২৪

মুসলমান অধ্যুষিত দেশ আফগানিস্তানের প্রত্যেকটি কাজে নারীরা অংশ নেওয়ার সুযোগ পেলে তালেবানকে সমর্থন দেবে তুরস্ক।

রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনটি বলেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আফগানিস্তানের ক্ষমতা তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর তুরস্ক জানায়, তারা কাবুল বিমানবন্দরের পরিচালনা করতে চায়। গত মাসে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সেনারা আফগানিস্তান ছাড়ে। ফলে ন্যাটোভুক্ত দেশ তুরস্কও তাদের সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করেছে।

কাবুল বিমানবন্দর নিয়ে চুক্তির বিষয়ে এরদোয়ান সিবিএস নিউজকে বলেন, আফগানিস্তানের এখনকার সরকার অংশগ্রহণমূলক না। যদি তারা অংশগ্রহণমূলক হয় তাহলে আমরা সেখানে যাব।

নারীদের প্রতি তালেবানের আচরণ নিয়ে এরদোয়ান বলেন, আমরা আশা করি আফগানিস্তানের প্রত্যেকটি কাজে অংশ নেওয়ার সুযোগ পাবে নারীরা । যখনই আফগান নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সক্রিয় হয়ে উঠবে, আমরা তালেবানকে সমর্থন করতে পারি।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বিগত নম্বইয়ের দশকের শাসনামলের (১৯৯৬-২০০১) নারীর অধিকারসহ কঠোর রক্ষণশীল মনোভাব থেকে সরে আনার ঘোষণা দিয়েছিল তালেবান। কিন্তু এরই মধ্যে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বেশকিছু অভিযোগ এসেছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ