তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়ার পর অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্স-এ লিখেছেন— দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দুটি এলাকার মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাঁচজনের মৃত্যু হয়েছে।
আগুনে আরও ৪৪ জন আহত হয়েছেন বলেও লিখেছেন তিনি। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ