ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৯

প্রকাশনার সময়: ১৯ জুন ২০২৪, ১০:১৭

ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাশতের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে কায়েম হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর হাসপাতালটি থেকে সব রোগীকে সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (১৮ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানায়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে প্রায় ৩৩০ কিলোমিটার (প্রায় ২০৫ মাইল) দূরে রাশত শহরের কায়েম হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। এতে ছয় নারী ও তিন পুরুষ মারা যান।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান শাহরাম মোমেনি জানিয়েছেন, হাসপাতালটির বেসমেন্টে থাকা নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোয়ায় নিহতরা ছাড়াও আটকে পড়েন ১৪০ জনেরও বেশি মানুষ। তাদের সবাইকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ইরানে প্রায়ই হাসপাতাল ও ক্লিনিকে আগুন লাগার খবর পাওয়া যায়, যার জন্য মূলত প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করা হয়।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ