ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ইকুয়েডরে ভূমিধসে ৬ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১৭ জুন ২০২৪, ১৫:৫৯

ভয়াবহ ভূমিধসের কবলে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। ইকুয়েডরের ব্যানোস দে আগুয়া সান্তা শহরে ভূমিধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইকুয়েডরের গণপূর্তমন্ত্রী রাবর্তো লুক লিখেছেন, ‘রোববার রাতে ব্যানোস দে আগুয়া সান্তা শহরে বড় ধরনের ভূমিধস ঘটেছে। এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আমেরিকার কিছু অংশে রোববার ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বয়ে গেছে। এতে বেশ কিছু জায়গায় ভূমিধস ঘটেছে। নিম্নচাপ থেকে এ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের আবহাওয়া দফতর।

এদিকে, এল সালভাদরে ভারি বৃষ্টিপাতের কারণে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া প্রতিবেশি দেশ গুয়াতেমালার যোগাযোগ, অবকাঠামো ও আবাসন মন্ত্রণালয় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ