ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কিকে দুঃসংবাদ দিলেন ট্রাম্প

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৪, ১৫:৩৬

আসন্ন মার্কিন নির্বাচনের আগে আবারও ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী নভেম্বরে ফের হোয়াট হাউসে প্রবেশ করতে পারলে ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করবেন৷

তুরস্কের গণমাধ্যম মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ান সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি- ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হয়ত এখন পর্যন্ত বেঁচে থাকা যেকোনো রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় সেলসম্যান। তিনি যখনই আমাদের দেশে আসেন, তখনই ৬০ বিলিয়ন ডলার নিয়ে চলে যান। বারবার তিনি আর্থিক সহায়তা চান। তার চাওয়া আর কখনই শেষ হয় না। আমি এটির মীমাংসা করব।

এর আগে ট্রাম্প একাধিকবার ঘোষণা করেছিলেন, ফের হোয়াইট হাউসে ফিরে আসলে ইউক্রেনের সংঘাত বন্ধ করতে সক্ষম হবেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ