ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত

প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:০১

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এ অঞ্চলে ইসরায়েলি বসতির বিরুদ্ধে প্রতিবাদ করতে আনুমানিক ৭০০ ফিলিস্তিনি জড়ো হয়। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে পশ্চিম তীরের জেনিন শহরে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালালে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আওওদেহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আহমদ জাহরান, মাহমুদ হামিদান, জাকারিয়া বাদওয়ান। নিহত কয়েকজনের লাশ নিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত পশ্চিম জেনিনের বোরকিন নামে একটি গ্রামে ওই সংঘাতের ঘটনা ঘটে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ