ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সিরিয়া যুদ্ধে নিহত সাড়ে ৩ লাখ : জাতিসংঘ

প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৬

গত ১০ বছরের চলমান যুদ্ধে সিরিয়ায় কমপক্ষে তিন লাখ ৫০ হাজার ২০৯ জন মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর শুক্রবার এ তথ্য জানায়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের হাইকমিশনার মিশেল ব্যাশলেট জানান, সিরিয়ায় নিহত মানুষের প্রতি ১৩ জনের একজন নারী অথবা শিশু। জাতিসংঘের ২০১৪ সালের জরিপে এক লাখ ৯১ হাজার ৩৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। খবর আলজাজিরা।

নতুন তালিকা অনুযায়ী, দেশটিতে ২০২১ সাল পর্যন্ত সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে আলেপ্পো এলাকায়। দীর্ঘদিন বিরোধীদের দখলে থাকা শুধু এই এক অঞ্চলেই মারা গেছেন ৫১ হাজার ৭৩১ জন সিরীয়।

মিশেল ব্যাশলেট জানান, সিরিয়া যুদ্ধে নিহত মানুষের তালিকা বের করতে জাতিসংঘ নিহত প্রত্যেক ব্যক্তির নাম জোগাড় করেছে। তাদের মৃত্যুর স্থান ও সময় নথিবদ্ধ করার পাশাপাশি নিহতদের সম্পর্কে আরও বিস্তারিত জানাতে কাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ