অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) ফিলিস্তিনি ছিটমহল গাজার একটি স্কুলে এ হামলা করে ইসারায়েল। নিহতরা স্কুলটিতে আশ্রয়ের খোঁজে এসেছিল বলে গাজার গণমাধ্যম জানিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, নুসেইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) পরিচালিত স্কুলে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। হামলায় ‘বেশ কয়েকজন সন্ত্রাসীর’ নিহত হয়েছে।
রয়টার্সকে তিনি বলেন, ‘দখলদাররা কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের বিরুদ্ধে চালানো নৃশংস অপরাধকে বৈধতা দিতে মিথ্যা বানানো গল্পের মাধ্যমে জনমতের কাছে মিথ্যা কথা বলে।’
ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধ বিমানগুলোর হামলার আগে ইসরায়েলে সামরিক বাহিনী বেসামরিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে পদক্ষেপ নিয়েছিল।
হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদ জানিয়েছে, বুধবার তারা পুরো গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীগুলোর সঙ্গে বন্দুক লড়াই করেছে আর শত্রুদের অবস্থানগুলো লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী রকেট ও গোলা ছুড়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, নুসেইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) পরিচালিত স্কুলে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। হামলায় ‘বেশ কয়েকজন সন্ত্রাসীর’ নিহত হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনা চলাকালে লড়াইয়ে কোনো বিরতি দেওয়া হবে না।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ