ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫

ভারতে সরকার গঠন করবে কে, সিদ্ধান্ত আজ

প্রকাশনার সময়: ০৫ জুন ২০২৪, ১৪:৫২ | আপডেট: ০৫ জুন ২০২৪, ১৪:৫৯

গতকাল মঙ্গলবার (৪ জুন) প্রকাশ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ফল। এখন চলছে মেরুকরণের খেলা। কে করবে সরকার গঠন, তা ঠিক হয়ে যেতে পারে আজই।

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পার করেছে। তবে, বিরোধী ইন্ডিয়া জোটও খুব একটা পিছিয়ে নেই। এমন অবস্থায় নয়াদিল্লিতে আজ অনুষ্ঠিত হবে দুই জোটের দুই বৈঠক।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে ২৩৪ আসন নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটও খুব একটা পিছিয়ে নেই।

তারা যদি চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারকে জোটে টানতে পারে, তবে তারাও সরকার গঠন করতে পারে অন্যান্য দলের সমর্থন নিয়ে। এই পরিস্থিতিতেই গোটা ভারতের নজর দুটি বৈঠকের দিকে।

সংবাদমাধ্যম বলছে, বুধবার বিকেল চারটায় বৈঠকে বসতে চলেছে এনডিএ জোট। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, ইতোমধ্যেই স্পিকার পদের দাবি জানিয়েছে জোটসঙ্গী টিডিপি এবং জেডিইউ। এছাড়া স্বরাষ্ট্র ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দিকেও চোখ রয়েছে শরিকদের।

এনডিএ জোটের মতো ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকও অনুষ্ঠিত হবে আজ। দুই জোটের বৈঠক শেষেই জানা যাবে, ভারতে কে করবে সরকার গঠন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ