লোকসভা নির্বাচনে এনডিএ জোটের জয় উদযাপনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যালয়ে পৌঁছে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি।
এ সময় বিজয় উদযাপনে বিজেপির সদরদপ্তরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, ‘আজ আমি হৃদয় থেকে অনেক, অনেক খুশি।’
মোদি বলেন, এনডিএ জোট সরকার গঠন করবে এবং কাজ চালিয়ে যাবে। এটা পরিষ্কার, এনডিএ তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। দেশের মানুষ বিজেপি ও এনডিএর প্রতি পূর্ণ আস্থা রেখেছে। তিনি বলেন, ‘আজকের এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় বিজয়। এটাকে ‘ভারতীয়দের বিজয়’ বলেও অভিহিত করেন তিনি।
তবে নির্বাচনে নিজ দলের তুলনামূলক খারাপ ফলাফলের বিষয়ে তেমন কিছু বলেননি নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এবারের এই নির্বাচন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য একটি ঘণ্টা ধ্বনি।
মোদি বলেন, ১৯৬২ সালের পর এবারই প্রথম কোনো সরকার দুই মেয়াদে দায়িত্ব পালনের পর তৃতীয় মেয়াদে ফিরেছে। এই ফলাফল তার জন্য ‘সম্মানজনক ও আনন্দদায়ক’ বলে অভিহিত করেন।
সূত্র: বিবিসি, রয়টার্স, আলজাজিরা, দ্য হিন্দু।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ