ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ভারতের নির্বাচন : এখনও আশাবাদী কংগ্রেস

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ২১:৫১

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস এখনও সরকার গঠনের আশা ছাড়ছে না। দলটি মনে করছে, তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পরবর্তী সরকার গঠন করতে পারে। এখন পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আসনসংখ্যার পার্থক্য মাত্র ৬০টির মতো।

এনডিএ জোট ২৯২টি আসনে এগিয়ে রয়েছে, এর মধ্যে বিজেপি এগিয়ে ২৩৯টি আসনে। আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে, যার মধ্যে কংগ্রেসের দখলে ১০০টি আসন।

তবে ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনা দেখা দিলে জোটে নতুন অংশীদার যোগ হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্র জানায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আগামীকাল জোটের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ