কলম্বিয়ায় একটি সেতু আংশিক ধসে পড়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার উত্তর কলম্বিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। সেতুর ধসে পড়ার সময় দুটি গাড়ি এবং একটি মোটরসাইকেল পানিতে পড়ে গেছে। ওই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাফিক পুলিশের প্রধান জুলিও ওলায়া জানিয়েছেন, ভারী বৃষ্টিতে সোলেদাদের বিমানবন্দরের সঙ্গে ব্যারানকুইলা শহরের সংযোগকারী সেতুর একটি অংশ ধসে পড়েছে।
তিনি জানান, ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
সেতুটির অন্য অংশও ধসে পড়তে পারে এমন আশঙ্কা থেকে স্থানীয় কর্তৃপক্ষ সেতুতে চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে। বিমানবন্দরে যাওয়ার জন্য বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ