ভারতের প্রধানমন্ত্রী পদে হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। দেশটির ১৮তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। দিল্লির মসনদে কে বসতে যাচ্ছেন — এ নিয়ে যখন আলোচনা তখন বুথফেরত জরিপ প্রকাশ করেছে বেশ কয়েকটি সংস্থা। প্রকাশিত সব জরিপেই এগিয়ে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে, এমন পূর্বাভাস দেওয়া হয়েছে পাঁচটি জরিপ সংস্থা থেকে। রিপাবলিক ভারত- পি মার্ক (৩৫৯), ইন্ডিয়া নিউজ- ডি-ডায়ানামিক্স (৩৭১), রিপাবলিক ভারত- ম্যাট্রিজ (৩৫৩-৩৬৮), টিভি ৫ তেলুগু (৩৫৯) এবং জন কি বাত (৩৬২-৩৯২)।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে শনিবার (১ জুন) সেই সব জরিপের ফল প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (৭৩) এবং তার দল বিজেপি ব্যাপক ব্যবধানে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাবে।
২০১৯ সালের নির্বাচনে, বিজেপি ৩০৩ আসন পেয়েছিল এবং তাদের জোট এনডিএ ৩৫২ আসন পায়। কংগ্রেস পেয়েছিল ৫২ আসন এবং ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) মোট ৯১ আসন পায়।
বিজেপি এবার ৩৭০ আসনের লক্ষ্য নির্ধারণ করেছে এবং তার সহযোগীদের সহায়তায় ৪০০ আসন অতিক্রম করার কথা জানিয়েছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ