মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

৫ মিনিটের বেশি মোবাইলে কথা বললে কর দিতে হবে!

প্রকাশনার সময়: ৩০ জুন ২০২১, ১৬:৩৪

এবার পাকিস্তানে মোবাইলে কথা বলার উপর কর বসালো। ৫ মিনিটের বেশি মোবাইলে কথা বললেই তাকে কর দিতে হবে। প্রতি কল টানা ৫ মিনিটের বেশি হলে ৭৫ পয়সা হারে সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে। তবে ইন্টারনেট এবং এসএমএসে কোনো কর দিতে হচ্ছে না। পাকিস্তানের ডন অনলাইনের এক খবরে বলা হয়েছে, গত শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর বিতর্ক শেষে অর্থমন্ত্রী শওকত তারিন এই ঘোষণা দিয়েছেন।

ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে এই অধিবেশনে রাজস্ব আদায়ের বিষয়ে সিনেটর এবং বিরোধী দলের আইনপ্রণেতাদের সুপারিশের জবাবে এই ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান এবং মন্ত্রিসভা মোবাইলে কথা বলার ওপর বাড়তি সারচার্জ আরোপের বিপক্ষে থাকলেও অর্থমন্ত্রীর কাছ থেকে হঠাৎই এমন ঘোষণা আসলো।

উল্লেখ্য, পাকিস্তান সরকার এ বছর ৫ হাজার ৮০০ বিলিয়ন রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ