ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

হত্যার পর ৪ মরদেহ ঝুলিয়ে কি বার্তা দিচ্ছে তালেবান? 

প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬
সংগৃহীত ছবি

আফগানিস্তানের জনগণকে হুঁশিয়ার করতে চার অপহরণকারীকে বন্দুকযুদ্ধে হত্যার পর মরদেহ জনসমক্ষে ঝুলিয়ে রেখেছে তালেবান কর্তৃপক্ষ।

শনিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে মরদেহগুলো ঝুলিয়ে রাখা হয়। একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। হেরাত প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভি শির আহমাদ মুজাহির বলেন, ওই মরদেহগুলো বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছিল। যাতে এ ধরনের অপরাধ আর কেউ না করে।

একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, একজন ব্যবসায়ী এবং তার ছেলেকে অপহরণের সঙ্গে অভিযুক্তদের সঙ্গে তালেবানের বন্দুকযুদ্ধ হয়। সেখানেই ওই চারজন অভিযুক্ত মারা যান।

ইতিমধ্যেই আফগানিস্তানে বিভিন্ন অপরাধের শাস্তি হিসেবে মানুষের হাত কেটে ফেলা এবং শিরশ্ছেদের নিয়ম বহাল রাখার ঘোষণা দিয়েছে তালেবান।

প্রসঙ্গত, ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বিগত শাসনামলের কঠোর রক্ষণশীল মনোভাব থেকে সরে আনার ঘোষণা দিয়েছিল তালেবান। কিন্তু এরই মধ্যে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বেশকিছু অভিযোগ এসেছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ