ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

দিল্লিতে শিশু হাসপালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ নবজাতাকের মৃত্যু

প্রকাশনার সময়: ২৬ মে ২০২৪, ১২:১১

ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এনডিটিভি।

শনিবার (২৫ মে) স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার ওই হাসপাতালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। হাসপাতাল ভবনটি থেকে ১২ নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু আগুনে সাত নবজাতকের মৃত্যু হয়েছে। বাকি ছয় শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তবে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে পৃথক ঘটনায় শনিবার রাতে দিল্লির শাহদারা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। তথ্য পাওয়ার পর ফায়ার ব্রিগেডের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নয়াশতাব্দী/ জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ