ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কিরগিজস্তান থেকে শিক্ষার্থী ফিরিয়ে নিচ্ছে পাকিস্তান

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ১৪:৩১ | আপডেট: ২৫ মে ২০২৪, ১৪:৪৯

বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার জেরে কিরগিজস্তান থেকে নিজেদের শিক্ষার্থী ফিরিয়ে নিচ্ছে পাকিস্তান। এরই মধ্যে একটি বিশেষ ফ্লাইট ছাত্র-ছাত্রীদের নিয়ে লাহোরে পৌঁছেছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। চার দিনে এসব শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বিশেষ দুটি ফ্লাইট কিরগিজস্তানে আটকা পড়া আরও ৩৪৮ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনবে। শুক্রবার (২৪ মে) মধ্যরাতে ও শনিবার (২৫ মে) সকালে ইসলামাবাদ ও লাহোর থেকে ওই ফ্লাইট দুটি কিরগিস্তানের উদ্দেশে ‍উড়াল দেবে।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) মুখপাত্র জানিয়েছে, জাতীয় পতাকাবাহী সংস্থাটি চার দিনে আটটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে হাজারেরও বেশি শিক্ষার্থীকে নিজ দেশে ফিরিয়ে এনেছি। আরও ৩ শতাধিক শিক্ষার্থী দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। ‍খুব শিগগিরই তারা দেশের মাটিতে পৌঁছাবেন।

পিআইএর মুখপাত্র আরও বলেন, আমাদের আরও দুটি বিশেষ ফ্লাইট বিশকেকের জন্য অন্তর্ভুক্ত রয়েছে। একটি ফ্লাইট শুক্রবার মধ্যরাতে লাহোর থেকে ছেড়ে যাবে ও অন্যটি শনিবার সকাল ৮টায় ইসলামাবাদ থেকে ছেড়ে যাবে। এ দুটি ফ্লাইটে আরও ৩৪৮ জন শিক্ষার্থী বাড়ি ফিরে আসবে।

১৩ মে কয়েকজন কিরগিজ নাগরিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান কয়েকজন মিসরীয় মেডিকেল শিক্ষার্থী। ওই ঘটনার জেরে ১৭ মে রাতে বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকা বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয় বাসিন্দারা। এমনকি, শিক্ষার্থীদের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও হামলা চালানো হয়। সেসব শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রাও রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী কিরগিজস্তানের মেডিকেল কলেজগুলোতে ৯-১৫ হাজার ভারতীয় শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আর পাকিস্তানি শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজারেরও বেশি। অন্যদিকে দেশটির সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ