ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার (১৯ মে) এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, তিনটি হেলিকপ্টারের মধ্যে দুটি নিরাপদে অবতরণ করেছে এবং একটি বিধ্বস্ত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তবে হেলিকপ্টারে থাকা রাইসির কয়েকজন সঙ্গী নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে হেলিকপ্টারের অনুসন্ধানে অভিযান শুরু হয়েছে। কয়েকটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনা ঘটেছে পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকায়।এদিকে আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার (১৮ মে) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান সফরে যান। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি বাঁধ উদ্বোধন করেন। রোববার (১৯ মে) সেখান থেকেই ফিরছিলেন তিনি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ