নামাজ পড়তে মসজিদে জড়ো হয়েছিলেন মুসল্লিরা। ভেতরে থাকা অবস্থায় বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন লাগানো হয়। এতে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
বৃহস্পতিবার (১৬ মে) পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এ ঘটনা ঘটে।
নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে এক ব্যক্তির হামলায় অন্তত ১১ জন মুসল্লি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
পুলিশ জানায়, এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে দরজা বন্ধ করে দেয়। এসময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি আটকা পড়েন।
উত্তরাধিকার তথা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলার সূত্রপাত হয় বলে জানায় পুলিশ। তারা এই ঘটনায় ৩৮ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।
মসজিদে হামলায় বোমা ব্যবহার করা হয়নি বলেও নিশ্চিত করেছে পুলিশ।
দেশটির উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরপরই তাদের ডাকা হয়নি। আরও আগে জানানো হলে তারা আরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন। ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ বলেছেন, স্থানীয়রা আগুন নেভানোর পরেই তাদের জানানো হয়েছিল।
নয়া শতাব্দী/এসকে/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ