ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

দুর্ঘটনা কমাতে প্রচারণা- ‘নারীদের মতো গাড়ি চালান’

প্রকাশনার সময়: ১৬ মে ২০২৪, ১৮:২৩

গাড়ি চালানোর বিষয়ে সচেতনতা বাড়াতে ‘নারীর মতো গাড়ি চালান’ স্লোগানে ফ্রান্সে ক্যাম্পেইন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি শহরের পাতাল রেলস্টেশন ও ডিজিটাল বোর্ডেও দেখা যাচ্ছে এই স্লোগান।

দেশটিতে সড়ক বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করা ‘ভিকটিম অ্যান্ড সিটিজেন অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন এ প্রচারণা চালাচ্ছে।

এই প্রচারণায় সংগঠনটি পুরুষদেরকে ‘একজন নারীর মতো গাড়ি চালানোর’ অনুরোধ করেছে।

ভিকটিম অ্যান্ড সিটিজেন অ্যাসোসিয়েশন বলছে, সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী পুরুষেরা নারীদের চেয়ে নিরাপদ চালক। কিন্তু ফরাসি সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান দেখা যায় ভিন্ন চিত্র।

সংস্থাটি বলেছে, নারীদের গাড়ি চালানোর কৌশল অবলম্বন করলে তা মানুষকে অন্তত ‘বেঁচে থাকতে’ সাহায্য করবে।

ফরাসি সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২-২০২৩ সালে সংঘটিত ৮৪ শতাংশ ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চালকের আসনে ছিলেন পুরুষ। বার্ষিক প্রতিবেদনটিতে ৯৩ শতাংশ দুর্ঘটনার জন্য পুরুষদের মদ্যপানকে দায়ী করা হয়।

নয়াশতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ