ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নাগরিকদের জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে পর্তুগালে 

প্রকাশনার সময়: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৮

পর্তুগালের প্রধানমন্ত্রী অন্তনিও কস্তা বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আগামী ১ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি শিথিল করার ঘোষণা দিয়েছেন। এর ফলে জনগণের জীবনযাত্রায় স্বাভাবিক অবস্থা ফিরে আসছে।

সেই সাথে বৈশ্বিক মহামারির করোনার প্রভাবে আরোপিত বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা-বন্ধের সীমিত সময়সীমা শিথিল হচ্ছে ১ অক্টোবর থেকে। সে দিন থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান বিধি অনুযায়ী নির্ধারিত সময়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

রেস্তোরাঁ, কফিশপ, পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেলে ইউ ডিজিটাল সার্টিফিকেট প্রয়োজন নেই। এ জাতীয় প্রতিষ্ঠানগুলো তাদের নির্দিষ্ট ধারণ ক্ষমতা অনুযায়ী গ্রাহক নিতে পারবে।

গণপরিবহন, হাসপাতাল বা স্বাস্থ্য সেবাকেন্দ্র, বড় আকারের ক্রীড়া ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। তবে খেলার মাঠ ও স্থানীয় ব্যবসা কেন্দ্রগুলোতে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক নয়।

আকাশ ও সমুদ্রপথে ভ্রমণ, বৃদ্ধনিবাস ও স্বাস্থ্য সেবাকেন্দ্র, বড় আকারের সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম এবং করপোরেট অনুষ্ঠানগুলোতে বাধ্যতামূলকভাবে ইউ ডিজিটাল কোভিড সার্টিফিকেট দেখাতে হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ