ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিলেন মোদি

প্রকাশনার সময়: ০৭ মে ২০২৪, ১২:৩৪

ভারতে চলমান লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় সকাল ৮টার দিকে গুজরাটের রাজধানী আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারে স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সাড়ে ৭ টার কিছু পরে ভোটকেন্দ্রে উপস্থিত হন মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে থেকেই সেখানে উপস্থিতি ছিলেন। তিনিই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দুই নেতার আশপাশে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। নরেন্দ্র মোদির আগমন উপলক্ষ্যে তারাও দলীয় স্লোগান ধরেন।

ভোট দিতে যাওয়ার পথে বিজেপির এক সমর্থক মোদির একটি পোর্ট্রেট তার সামনে হাজির করে অটোগ্রাফ চাইলে তার সেই চাওয়া পূরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। পোর্ট্রেটে অটোগ্রাফ দেন তিনি।

ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর সমবেত জনতার উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, দেশের ভবিষ্যৎ কেমন হবে, কারা নিয়ন্ত্রণ করবে এই দেশ - তা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর। তাই আসুন, ভোট দিন। এখনও চার ধাপ ভোট বাকি আছে।

যেসব সংবাদকর্মী এই ভোটদান কভার করেছেন, তাদেরও খোঁজ খবর নিয়েছেন নরেন্দ্র মোদি। সংবাদকর্মীদেরকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে এবং অধিক পরিমাণে পানি পানের পরামর্শও দিয়েছেন তিনি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ