ভারতের পশ্চিমবঙ্গে স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) একসঙ্গে ৫ কন্যাশিশুর জন্ম দিয়েছেন তাহেরা বেগম নামে এক নারী।
রোববার (৫ মে) ভোরে রাজ্যের উত্তর দিনাজপুর জেলার এক বেসরকারি নার্সিংহোমে পাঁচ নবজাতকের জন্ম দেন ওই নারী।
পরিবার সূত্রে জানা গেছে, বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম পেশায় পরিযায়ী শ্রমিক। তার স্ত্রী তাহেরা বেগম। তাদের একটি দেড় বছরের সন্তান রয়েছে।
চিকিৎসক ফারজানা নুরি বলেন, ওই নারীকে আগেই জানানো হয় তার গর্ভে পাঁচ সন্তান রয়েছে। পরে রোববার ভোরে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে সিজার ছাড়াই তার পাঁচ সন্তানের জন্ম হয়। আপাতত ওই নারী ভালো আছেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ