ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দোহায় হামাসের কার্যালয় বন্ধ করতে চাইছে কাতার

প্রকাশনার সময়: ০৫ মে ২০২৪, ১১:৩৮

কাতারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে দেশটি। কাতার সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে এমন সিদ্ধান্ত নিতে পারে কাতার সরকার। সেই সঙ্গে দীর্ঘ সাত মাস ধরে চলা এই যুদ্ধবিরতিতে কাতার মধ্যস্থতা চালিয়ে যাবে কিনা, সেই বিষয়টিও বিবেচনা করেছে দেশটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে, হামাস যদি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে দোহা থেকে যেন গোষ্ঠীটিকে বের করে দেওয়া হয়, সেই কথা কাতারকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রভাবশালী উপসাগরীয় রাষ্ট্র কাতারকে প্রধান নন-ন্যাটো মিত্র মনে করে ওয়াশিংটন। অথচ গত ৭ অক্টোবরের পর থেকে হামাসের সাথে সম্পর্কের জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনার মুখে পড়েছে কাতার।

ইসরায়েলি জিম্মি মুক্ত করতে একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের ওপর কাতার চাপ প্রয়োগ না করলে, দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কিছু মার্কিন আইনপ্রণেতা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হামাসকে চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। কাতার এবং ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক নেই। তবে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ