ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী। শুক্রবার (৩ মে) দেশটির শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) ফিলিস্তিনি নারীদের এই দুর্ভোগের কথা জানিয়েছে। খবর আল জাজিরার।
ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে অন্তঃসত্ত্বা বা স্তন্যপান করানো নারীরা প্রয়োজনীয় পুষ্টি বা স্যানিটেশন পাচ্ছেন না। বর্তমানে এদের মধ্যে প্রায় এক লাখ ৫৫ হাজার নারী চরম দুর্ভোগে আছেন।
এক পরিসংখ্যানে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ হাজার ফিলিস্তিনি নারী। সংস্থাটির মতে, নিহতদের মধ্যে অনেকেই মা। অর্থাৎ, গড়ে প্রতিদিন ৩৭ শিশু তাদের মা হারাচ্ছে।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ