ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু

প্রকাশনার সময়: ০৩ মে ২০২৪, ২১:৫৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ জন ফিলিস্তিনি শিশু। শুক্রবার (৩ মে) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)। খবর আল-জাজিরার

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নারী নিহতের পরিসংখ্যান প্রকাশ করে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ হাজার ফিলিস্তিনি নারী।

ইউএনআরডব্লিউএ-এর মতে, নিহতদের মধ্যে অনেকেই মা। সেখানে গড়ে প্রতিদিন ৩৭ জন শিশু তাদের মা হারাচ্ছে।

এদিকে, ইউএনআরডব্লিউএ আরও জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় পানি শূন্যতায় ভুগছেন এক লাখ ৫৫ হাজার অন্তঃসত্ত্বা নারী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৮৬৭ জন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ