ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

তীব্র গরমে ট্রাফিক পুলিশের মাথায় এসি হেলমেট 

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৪, ১৬:৫৩

টানা তাপপ্রবাহে নাকাল জনজীবন। জারি করা হয়েছে হিট অ্যালার্ট। শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশ ভারতেও চলছে এ তাপপ্রবাহ। গরমে মানুষে জীবন যায় যায় অবস্থা। তাপমাত্রা থাকছে ৪১-৪২ ডিগ্রির ঘরে। এই তাপমাত্রায় সড়কে দাঁড়িয়ে সেবা দেয়া ট্রাফিক পুলিশের অবস্থা আরও করুণ। তাই তাদের জন্য আনা হচ্ছে বিশেষ ব্যবস্থা। সূত্র: টিভি নাইন

পেশার খাতিরে এই গরমেও সারা দিন রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, রোদে পুড়ে গেলেও দিনভর ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায়। তাদের কথা ভেবেই এবার বিশেষ ধরনের হেলমেট তৈরি করলেন আইআইএম-এর ছাত্ররা। গুজরাটের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের ছাত্ররা তৈরি করেছেন এসি হেলমেট। ব্যাটারিচালিত সেই হেলমেট পরলে কষ্ট হবে না প্রবল গরমেও।

বিশেষত সূর্যের প্রখর তাপ মাথায় নিয়ে যাদের দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ, তাদের অস্বস্তি কাটাবে এই হেলমেট। গুজরাটের ভদোদরার পুলিশ ইতিমধ্যে কর্মীদের সেই হেলমেট দিতে শুরু করেছে। কর্তব্যরত ৪৫০ পুলিশকর্মীকে এই হেলমেট দেওয়া হয়েছে।

মনে করা হচ্ছে, এই হেলমেট শুধুমাত্র পুলিশ নয়, সাধারণ মানুষও ব্যবহার করতে পারবে ভবিষ্যতে। তবে কতটা পাওয়া যাবে বাজারে, তার ওপরেই নির্ভর করবে সবটা।

বর্তমানে তাপমাত্রা এতটাই বেড়েছে যে গরমের কারণে অসুস্থতাও বাড়ছে। হিট স্ট্রোকের প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে এই এসি হেলমেট। একইসঙ্গে বাইক আরোহীদের সুরক্ষাও দেবে এটি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ