কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে তাঁবু টনিয়ে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বসেছেন ছাত্রছাত্রীরা।
স্থানীয় সংবাদমাধ্যম সিবিসি বলছে, বিক্ষোভকারীরা ম্যাকগিল এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়কে জায়নবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তহবিল প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর এভাবে তাঁবু টানানো অনুমোদিত নয়। এই ধরনের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মত মুখোমুখি পরিস্থিতি তৈরি করতে পারে।
সিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনি যুব আন্দোলন মন্ট্রিল শাখা অনির্দিষ্টকালের জন্য অবস্থান (তাঁবুতে) কর্মসূচির ডাক দিয়েছে। গ্রুপটি বলছে, তারা তাদের বিশ্ববিদ্যালয়কে গণহত্যায় অংশীদার হতে দিতে চায় না। ফিলিস্তিনপন্থী একাধিক গ্রুপ এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছে।
ম্যাকগিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিবিসি নিউজকে জানিয়েছে, তারা ছাত্রদের অন্দোলন সম্পর্কে অবগত আছেন। বিশ্ববিদ্যালয়ের আইন যে পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনকে অনুমোদন করে, সেই সীমা পর্যন্ত ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা সম্মান করবেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ