ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ধসে পড়ছে একের পর এক স্থাপনা। খাবার, সুপেয় পানি ও বিদ্যুৎ সংকটে হাজার হাজার গাজাবাসী জীবন বাঁচাতে পরিবার পরিজন নিয়ে খান ইউনিসের আশ্রয় শিবিরের তাঁবুতে আশ্রয় নিয়েছেন। সেই আশ্রয় শিবিরের বিদ্যুৎ লাইন গুলোও বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরাইলিরা।
বাংলাদেশিদের সহযোগিতায় বিদ্যুৎহীন অন্ধকার খান ইউনিস শিবিরের তাঁবু গুলোতে আলোয় আলোকিত করছে আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশন। গতকাল অন্তত ৬০টি তাঁবুতে তারা সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ জ্বালিয়ে আলোকিত করেছে শিবিরের অংশবিশেষ।
আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, গাজার খান ইউনিস শিবিরগুলোতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা বিদ্যুৎ, খাবার, পয়ঃনিষ্কাশনের অভাবে মানবেতর জীবন যাপন করছে। সন্ধ্যা হলেই শিবির গুলোতে বিদ্যুৎতের অভাবে এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, আমেরিকা ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংস্থা ‘আশ ফাউন্ডেশন’ ও বাংলাদেশের রেজিস্ট্রার্ড এনজিও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গাজার নির্যাতিত ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে শিবিরের তাঁবুগুলো আলোকিত করতে চেষ্টা করছি। এখন রাতে তারা আপনজনের চেহারা দেখার সুযোগ পায় ও পবিত্র কোরআন তিলাওয়াত করতে পারে।নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ