আবারও দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভোটের প্রচারে বের হয়ে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হেলিকপ্টারে ওঠার পর বসতে গিয়ে হোঁচট খেয়ে পড়েন তিনি।
শুক্রবার (২৬ এপ্রিল) রাতে দুর্গাপুরে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে শনিবার হেলিকপ্টারে আসানসোলের জনসভায় যাওয়ার কথা ছিল তার। সেই উদ্দেশ্যে স্থানীয় একটি মাঠ থেকে হেলিকপ্টারে উঠতে যান মমতা ব্যানার্জী। লোহার ঢাল বেয়ে নির্বিঘ্নে হেলিকপ্টারে ওঠেন মুখ্যমন্ত্রী। কিন্তু ভেতরে প্রবেশের পরে বসতে গিয়ে আচমকা হোঁচট খেয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে সাহায্য করতে এগিয়ে আসেন।
এ ঘটনায় সামান্য চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক চিকিৎসার পর ফের আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে জনসভায় পৌঁছানোর পর মুখ্যমন্ত্রীকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।
এর আগে, গত ১৪ মার্চ নিজের কালিঘাটের বাসায় পড়ে গিয়ে কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা। সেসময় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার কপালের ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ