গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কী কারণে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে তা তদন্ত করা হবে।
ইসরায়েলির মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে বেন গভিরের গাড়িটি চলাচলের সময় উল্টে যায়। পুলিশ কমিশনার কবি সাবটাই সাংবাদিকদের জানান, গাড়ি দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। খবর রয়টার্সের
পুলিশ জানিয়েছে, বেন গভির কিছুক্ষণ আগে যে স্থান ত্যাগ করেন। সেই স্থানে ছুরি হামলার ঘটনা ঘটে। কেন্দ্রীয় জেলা পুলিশের প্রধান আভি বিটন বলেন, ২১ বছর বয়সী এক তরুণ ১৯ বছর বয়সী এক কিশোরীকে ছুরিকাঘাত করে।
তিনি আরও বলেন, ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এক বেসামরিক লোক তাকে গুলি করে। এর বেশিকিছু তিনি বলেননি।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে, ওই কিশোরী বেঁচে আছেন। তবে তার অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ