ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সেনা শীর্ষ পদে সুযোগ পাবে ভারতীয় নারীরা

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:১০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:১৩
ছবি: সংগৃহীত

নারীরাও যাতে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) এন্ট্রান্স পরীক্ষায় বসার সুযোগ পান, সরকারকে সেই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

আদালতের এই আদেশকে ভারতের জন্য একটি ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে,এর মধ্য দিয়ে ভারতীয় নারীদের সামনে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদগুলো যাওয়ার দুয়ার খুলতে যাচ্ছে।

ভারতের সর্বোচ্চ আদালত আগেই জানিয়েছিলেন, এনডিএ নারী ও পুরুষ সকলের জন্যই। ভর্তির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে নারীদেরও সুযোগ দিতে হবে সামরিক প্রশিক্ষণের। তারাও হতে পারবেন সেনা অফিসার।

সুপ্রিম কোর্টের নির্দেশ নীতিগত ভাবে মেনে নিলেও চলতি শিক্ষাবর্ষে নারীদের এনডিএর ভর্তির সুযোগ দিতে রাজি ছিল না। তাদের অনুরোধ ছিল, সুপ্রিম কোর্ট যাতে নারীদের ভর্তির জন্য একটি বছর সময় দেন।

কিন্তু সেই আরজি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আজ নয় কাল, এইভাবে নারীদের অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। নারীদের আশাহত করবে না আদালত। তাই এ বছর তাদের এন্ট্রান্সের ব্যবস্থা করতে হবে।

আগামী ১৪ নভেম্বর প্রবেশিকা পরীক্ষায় নারীদের পরীক্ষা নিতে হবে বলেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন।

নারীদের শারীরিক বিভিন্ন সমস্যা থেকে শুরু করে বিশেষজ্ঞদের মতামত দিয়ে দ্রুত নিয়োগের ক্ষেত্রে অসুবিধার কথা তুলে ধরা হয় আদালতে। বলা হয়, পুরুষদের নারীদের শারীরিক গঠনে পার্থক্যের কথাও বলা হয়।

কিন্তু আদালত কোনো যুক্তি শুনতে চাননি। সুপ্রিম কোর্টের মতে, যেকোনো প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে দক্ষ ভারতীয় সেনা। তাই জরুরি ভিত্তিতে নারীদের এনডিএ-তে ভর্তি করতেও তারা সক্ষম হবেন।

বিচারপতি এসকে কল এবং বিচারপতি বিআর গাভাই নারীদের সেনা বাহিনীতে বৈষম্যের বিক্ষোভে নিজেদের অবস্থানে অটল থাকেন। তাদের নির্দেশ, নারীদেরও সমান অধিকার দিতে হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ