১০৪ বছর পর প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো নারী উপাচার্য পেয়েছে শত বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নাইমা খাতুন। মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এএনআই বলছে, শতাব্দী প্রাচীন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রথম নারী উপাচার্য পেয়েছে। গত ১০৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন। এএমইউয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছন অধ্যাপক নাইমা খাতুন। আগামী পাঁচ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
সংবাদমাধ্যম বলছে, ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগপত্রে স্বাক্ষর করেন। যেহেতু এখন নির্বাচনের আদর্শ আচরণ বিধি রয়েছে, তাই এই নিয়োগসংক্রান্ত বিষয়ে ভারতের জাতীয় নির্বাচন কমিশনেরও (ইসিআই) অনুমতি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন নাইমা। এখান থেকে সাইকোলজিতে পিএইচডি করেন তিনি। ১৯৮৮ সালে সেই বিভাগেই লেকচারার হিসাবে যোগ দেন। ২০০৬ সালে প্রফেসর হন। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের প্রিন্সিপাল হিসাবে যোগ দেন।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ