ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানে বিমান চলাচলে নতুন সিদ্ধান্ত

প্রকাশনার সময়: ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৪

ইরানের ইস্পাহান শহরে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের পর দেশটির কয়েকটি শহরের ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল স্থগিত করে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরে দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলল তেহরান। দেশটির এ রাজধানী শহরের প্রধান দুটি বিমানবন্দরে শুক্রবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সে সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘ইস্পাহান, সিরাজ ও তেহরান শহরের ওপর দিয়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হলো।’

এর আগে পশ্চিম এশিয়ার এই দেশটির বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

মূলত ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। শুক্রবার (১৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি।

আল জাজিরা বলছে, ইরান তার সমস্ত বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় চালু করার পথ প্রশস্ত করে সারা দেশে বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ